টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : এখনকার সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেইম পাবজি। আপনিও হয়তো গেইমটি নিয়মিতই খেলেন।
একদম প্রথমে গেইমটিতে নিবন্ধন করতে ফেইসবুক বা জিমেইল আইডি ব্যবহার করেছেন। এখন আপনি চাচ্ছেন অ্যাপলের অনলাইন গেইমিং সেবা ‘গেইম সেন্টারে’ পাবজির ডেটাগুলো সিনক্রোনাইজ করতে।
যেন পরবর্তীতে গেইম সেন্টারের আইডি দিয়ে লগইন করে কোনো ডেটা না হারিয়ে গেইমটি খেলা যায়। কীভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে পাবজি গেইমের সর্বশেষ সংস্করণটি ডিভাইসে ইন্সটল করতে হবে। তারপর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
তারপর গেইমটি চালু হলে হোম পেইজের নিচে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে।
এরপর সেটিংস পেইজ থেকে ‘basic’ অপশনে ক্লিক করতে হবে হবে।
পরবর্তী ধাপে বেসিক পেইজের উপরের দিকে থাকা ‘linked’ অপশনে ‘+’ বাটনে ক্লিক করতে হবে।
তারপর ‘গেইম সেন্টার’ আইকনটি প্রদর্শিত হবে। তাতে ক্লিক করে আইডিটি সিনক্রোনাইজ করে নিতে হবে। সিনক্রোনাইজ প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। কাজটি করতে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
Comments
Post a Comment