সুপারস্টার নেইমার গোল করার তালিকায় অতিক্রম করেছে বার্সালোনা তারকা মেসিকে। অন্যদিকে জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত আছেন সেরা দশের বাইরে।
পিএসজি লিগে তাদের সর্বশেষ ম্যাচে নিসের বিপক্ষে জয় পেয়েছে ৩-০ গোলে। এটা ছিল তাদের লিগে টানা ৮ম জয়।
তবে নেইমারই গোল দাতার তালিকায় সবার উপরে নেই। তাকেও ছাড়িয়ে গেছেন জেনোয়ার তারকা পিয়াটেক। তার গোল ৮টি।
সেভিয়া ফরোয়ার্ড আন্দ্রে সিলভাও আছেন এই তালিকায় মেসির আগেই। তার গোল নেইমারের গোলের সমান।
চলুন দেখেনেই সেরা ১০ গোলদাতার তালিকায় আছেন কারা…
১০. সার্জিও অ্যাগুয়েরু (ম্যানসিটি)- ৫ গোল
০৯. হ্যারি কেইন (টটেনহাম)- ৫ গোল
০৮. আলেক্সান্দার মিট্রোভিক (ফুলহাম)- ৫ গোল
০৭. লিওনেল মেসি (বার্সালোনা)- ৫ গোল
০৬. ফ্লুরিয়ান থাউভিন (মার্শেই)- ৬ গোল
০৫. ক্রিশ্চিয়ান স্টুয়ানি (জিরোনা)- ৬ গোল
০৪. হ্যাজার্ড (চেলসি)- ৬ গোল
০৩. আন্দ্রে সিলভা (সেভিয়া)- ৭ গোল
০২. নেইমার (পিএসজি)- ৭ গোল
০১. ক্রাজিসটফ পিয়াটেক (জেনোয়া)- ৮ গোল।
পিএসজি লিগে তাদের সর্বশেষ ম্যাচে নিসের বিপক্ষে জয় পেয়েছে ৩-০ গোলে। এটা ছিল তাদের লিগে টানা ৮ম জয়।
তবে নেইমারই গোল দাতার তালিকায় সবার উপরে নেই। তাকেও ছাড়িয়ে গেছেন জেনোয়ার তারকা পিয়াটেক। তার গোল ৮টি।
সেভিয়া ফরোয়ার্ড আন্দ্রে সিলভাও আছেন এই তালিকায় মেসির আগেই। তার গোল নেইমারের গোলের সমান।
চলুন দেখেনেই সেরা ১০ গোলদাতার তালিকায় আছেন কারা…
১০. সার্জিও অ্যাগুয়েরু (ম্যানসিটি)- ৫ গোল
০৯. হ্যারি কেইন (টটেনহাম)- ৫ গোল
০৮. আলেক্সান্দার মিট্রোভিক (ফুলহাম)- ৫ গোল
০৭. লিওনেল মেসি (বার্সালোনা)- ৫ গোল
০৬. ফ্লুরিয়ান থাউভিন (মার্শেই)- ৬ গোল
০৫. ক্রিশ্চিয়ান স্টুয়ানি (জিরোনা)- ৬ গোল
০৪. হ্যাজার্ড (চেলসি)- ৬ গোল
০৩. আন্দ্রে সিলভা (সেভিয়া)- ৭ গোল
০২. নেইমার (পিএসজি)- ৭ গোল
০১. ক্রাজিসটফ পিয়াটেক (জেনোয়া)- ৮ গোল।
Comments
Post a Comment