হঠাৎ করেই দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের

 করেই কোনো ঘোষণা ছাড়াই দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের। দুই সপ্তাহের ব্যবধানে ছোট-বড় সব ধরণের এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২০০ থেকে ৫০০ টাকা। যার ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। তবে, বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ার জন্য অজুহাত দিচ্ছে আন্তর্জাতিক বাজারের ।

ঢাকা শহরে লাইনের গ্যাসে প্রায়ই চাপ থাকে না । তাই বিকল্প হিসেবে সিলিন্ডারের গ্যাসে ভরসা রাজধানীর উত্তরার বাসিন্দা বিলকিস আক্তারের। তবে, হঠাৎ এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি দুশ্চিন্তায় ফেলেছে তাকে।
রাজধানীতে বাসা-বাড়ির চেয়েও গ্যাস সিলিন্ডারের ব্যবহার বেশি চায়ের দোকান এবং ছোট-খাটো রেঁস্তোরায়। দাম বৃদ্ধিতে ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন ।
গত ২ সপ্তাহ আগেও ১২ কেজির যে সিলিন্ডারের দাম ছিল ১০৫০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। দাম বেড়ে ৩৫ কেজি ওজনের সিলিন্ডার কিনতে গুণতে হচ্ছে ৩ হাজার ১০০ টাকা আর ৪৫ কেজির দাম ৪ হাজার ১০০ টাকা পর্যন্ত।
সিলিন্ডার বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এলপিজির দামে।
পাইপলাইনে গ্যাস সরবরাহ নেই বেশিরভাগ জেলা শহরেই। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সিলিন্ডারের গ্যাসের ব্যবহার। – ইনডিপেনডেন্ট টেলিভিশন

Comments